OMG! ফের মাঝ আকাশে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ভূমধ্যসাগরে ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন, আহত হয়েছেন এক ক্রু সদস্য। আজ মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে একটি তদন্ত শুরুর প্রতিশ্রুতিও দিয়েছে সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা এএফপির।বিজ্ঞাপন
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গতকাল সোমবার প্রশিক্ষণ মহড়ায় গিয়ে বিমানবাহিনীর হেলিকপ্টার আতালেফ উত্তরের হাফিয়া শহর উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়। ইসরায়েলের স্পেশাল ফোর্সের আন্ডারওয়াটার মিশনস ইউনিটসহ উদ্ধারকারী দল পাঠানো হলেও দুই পাইলটকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, তৃতীয় একজন ক্রু সদস্য আহত হন, তবে তা গুরুতর নয়। আহত ক্রু আকাশ পর্যবেক্ষণ দলের একজন সদস্য।
হেলিকপ্টার বিধ্বস্তের ওই ঘটনার পর প্রশিক্ষণ মহড়া সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের বিমানবাহিনীর কমান্ডার আমিকাম নরকিন।
সেনাবাহিনী বলছে, একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাটি তদন্ত করে দেখবে। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।