আন্তর্জাতিক

মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ২১ নারী যৌন হয়রানির শিকার, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

অ্যাংলো-অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানি রিও টিন্টো জানিয়েছে, গত পাঁচ বছরে তাদের কোম্পানির ২১ জন নারীকর্মী কর্মক্ষেত্রে ধর্ষণের চেষ্টাসহ বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধাতু ও খনির কর্পোরেশন রিও টিন্টো ৩৫টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যৌন হয়রানির ঘটনা বা কোথায় সংগঠিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

কোম্পানির নিয়ম বা রীতি অনুযায়ী যৌন হয়রানি বা বর্ণবাদমূলক ঘটনার সংখ্যা প্রকাশ করা হয়। তবে কোথায়, কারা ও কীভাবে এসব ঘটনা ঘটে সে বিষয়ে তথ্য দেয়নি কর্তৃপক্ষ।

গত বছর পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার বেশ কয়েকটি মামলা ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

রিও টিন্টো পশ্চিম অস্ট্রেলিয়ার দূরবর্তী মাইনিং সাইটগুলোর অন্যতম বড় অপারেটর। তদন্ত ও সম্পর্কে তারা অবগত আছেন বলেও জানানো হয়।

একই সময়ে রিওর প্রতিযোগী কোম্পানি বিএইচপি জানায়, খনির ক্যাম্পে যৌন নিপীড়ন ও হয়রানির জন্য ২০১৯ সাল থেকে কমপক্ষে ৪৮ জন কর্মীকে তারা বরখাস্ত করেছে।

Back to top button