আন্তর্জাতিক

লাইসেন্স ছাড়াই গাড়ি চালালেন ৭০ বছর! অবশেষে ধরা পড়লেন বৃদ্ধ

রুটিন দায়িত্বপালনকালে ৮০ বছর বয়সোর্ধ্ব এক বৃদ্ধ গাড়িচালককে দাঁড় করিয়েছিলেন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের পুলিশের কর্মকর্তারা। এসময় কাগজপত্র দেখতে চাইলে বৃদ্ধ যা জানান, তাতে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়! তিনি নাকি ১২ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছেন, আর তার জন্য কোনোদিনই ড্রাইভিং লাইসেন্স করাননি। এমনকি গাড়ির ইনস্যুরেন্সও নেই।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর অনুসারে, গত ২৬ জানুয়ারি লাইসেন্সবিহীন ওই বৃদ্ধ গাড়িচালকের সন্ধান পায় নটিংহ্যাম পুলিশ। জানা যায়, অভিযুক্তের জন্ম ১৯৩৮ সালে। ১২ বছর বয়স থেকে তিনি গাড়ি চালাচ্ছেন। কিন্তু কোনোদিনই পুলিশি বাধার মুখে পড়তে হয়নি। অর্থাৎ, টানা ৭০ বছরেরও বেশি সময় পুলিশের নজর এড়িয়ে গাড়ি চালিয়েছেন ওই ব্যক্তি।

গত বুধবার বুলওয়েল শহরে একটি তিন দরজার ছোট গাড়ি চালানোর সময় তাকে দাঁড়াতে বলেন পুলিশ কর্মকর্তারা। ফেসবুকের এক পোস্টে তারা জানান, এরপর যা হলো আমরা তা বিশ্বাসও করতে পারছিলাম না। ১৯৩৮ সালে জন্ম নেওয়া ওই লোক বললেন, তিনি ১২ বছর (হ্যাঁ, ১২ বছর) বয়স থেকে লাইসেন্স-ইনস্যুরেন্স ছাড়াই গাড়ি চালিয়ে আসছেন… আর কোনোভাবে কখনোই পুলিশি বাধায় পড়েননি।

পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত তিনি কখনো দুর্ঘটনা ঘটাননি, কাউকে আহত করেননি বা কারও আর্থিক ক্ষতির কারণ হননি।

ফেসবুক পোস্টে স্থানীয়দের উদ্দেশে পুলিশ বলেছে, নটিংহ্যামে এএনপিআর (অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন) ক্যামেরার সংখ্যা বাড়তে থাকায় আপনার ধরা পড়ার সম্ভাবনা বেশি। তাই ছোট দূরত্বে গেলেও গাড়ির কাগজপত্র সঙ্গে রাখুন।

Back to top button