Kim Jong Un: গাছে সময়মতো ফুল ফোটেনি কেন, মালিদের ছ’মাস কারাদণ্ড দিলেন ‘তানাশাহ’ কিম জং!
১৬ ফেব্রুয়ারি ছিল কিমের বাবার জন্মবার্ষিকী। কিমজংগিলিয়াস ফুল দিয়ে বাবার মূর্তি এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম।এর পরই হান এবং তাঁর সমস্ত মালিকে ছ’মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।
সম্প্রতি ক্ষমতা গ্রহণের ১০ বছরে উপলক্ষে দেওয়া ভাষণে এই বিষয়গুলোকে ২০২২ সালের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
কিম বলেন, উত্তর কোরিয়ার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চলমান সমস্যা কাটাতে নতুন বছরে মানুষের জীবনযাত্রা এবং অর্থনৈতিক উন্নয়ন হবে মূল লক্ষ্য।
অতীতে কিম জং উন বেশিরভাগ সময় কথা বলতে গিয়ে পরমাণু উন্নয়নের কথা বারবার বলেছেন। কিন্তু এদিন নিজ দেশের জনগণের মৌলিক বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
করোনার মহামারির শুরু থেকেই অভ্যন্তরণীভাবে লকডাউন আরোপ করে কিম সরকার। পুরো বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দেশটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। যা নিয়ে প্রায়ই খবর প্রকাশ হয় আন্তর্জাতিক সংবামাধ্যমগুলোতে। তবে দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে নিজের পরিকল্পনার কথা জানালেন কিম। বলেন, সামনে জাতীয় উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রা উন্নয়নের দিকে মনোনিবেশ করা প্রথম টার্গেট।