আন্তর্জাতিক
যুদ্ধে যোগ দিতে ইউক্রেনে বিদেশিরা
যুদ্ধ চলাকালীনই সুদূর মার্কিন মুলুকের টরন্টো থেকে উড়ে এসেছেন এক কমেডিয়ান। অন্টারিও থেকে এক গোলকিপার। শুধু এরা নন, লড়াইয়ে পারদর্শী প্রাক্তন সেনাকর্মী, সাধারণ মানুষও গত দু’-তিনদিনে পা রেখেছেন ভোলোদামির জেলেনস্কির দেশে। আর এভাবেই তৈরি গিয়েছে একটি আলাদা আন্তর্জাতিক সৈন্যদল। ইউক্রেনের ফরেন ডিপ্লোম্যাটিক মিশনের অধীনে সীমান্ত পেরিয়ে ঢুকছেন বিদেশি স্বেচ্ছাসেবকরা। বিদেশি স্বেচ্ছাসেবকদের জন্য ভিসার বিষয়টিও শিথিল করেছে কিয়েভ। জর্জিয়ার ন্যাশনাল লিজিয়িনের ২০০ জনের একটি দল ইতিমধ্যেই ইউক্রেনে রয়েছে। জাপান থেকে ৭০ জন স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন জানিয়েছেন। ১০ জন প্রাক্তন সেনাকর্মীর একটি স্পেশাল অপারেশনস ফোর্সও ইতিমধ্যে রওনা হয়েছে কিয়েভের দিকে।