আন্তর্জাতিকখেলা

ফিফা-উয়েফার বিরুদ্ধে কোর্টে যাবে রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার চলমান সেনা অভিযানের জের ধরে ভয়াবহ প্রভাব পড়েছে পুতিনের দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে সুইডেন, পোল্যান্ড ও চেক রিপাবলিক। ফিফা ও উয়েফা দেশটির আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আসছে নানামুখী চাপ। চুপ থাকছে না রাশিয়াও।

আন্তর্জাতিক সংস্থাগুলোর এমন পদক্ষেপের বিরুদ্ধে খেলাধুলার অর্বিটেশন কোর্টে আপিল করবে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। বৃহস্পতিবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা।

‘দুটি সংস্থার বিরুদ্ধে একটি আপিল করবে আরএফইউ। আমাদের দাবি ছেলে ও মেয়েদের জাতীয় দলকে পূর্বের সূচিতেই খেলতে দিতে হবে। এছাড়া তাদের সিদ্ধান্তের জন্য দলগুলো কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে ক্ষতিপূরণও দিতে হবে।’

‘রাশিয়ান ক্লাবগুলোকে বাতিল করার পেছনে ফিফা এবং উয়েফার কোনো বৈধ ভিত্তি নেই। তাদের এমন সিদ্ধান্ত আরএফইউর অধিকার লঙ্ঘন করেছে। প্রতিপক্ষের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সরে যাওয়া ফেয়ার প্লে’র নিয়ম লঙ্ঘন করেছে।’

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিল রাশিয়ার। কয়েকদিন আগে রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় পোলিশরা।

পোল্যান্ডের পথ ধরে সুইডেন এবং চেক রিপাবলিকও রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। গত সোমবার রাশিয়ার সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

Back to top button