BigNews: কে হবেন ব্রিটেনের পরবর্তী রানী? সব জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন রানি এলিজাবেথ
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর সব জল্পনার অবসান ঘটিয়ে ব্রিটেনের পরবর্তী রানী কে হবেন সেই কথা প্রকাশ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তার রাজত্বের ৭০ তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি জানান, তার অর্থাৎ রানী এলিজাবেথ-এর ‘আন্তরিক ইচ্ছে’ ছিল যে ক্যামিলা এই উপাধি পায়।
তবে এতো দিন ধরে ধারণা করা হচ্ছিলো, প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা। কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে মৃত্যুর পর তার ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো। তবে রানীর এই রকম ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন।
সিংহাসনে যে রাজা থাকেন, তার স্ত্রীকে ‘কুইন কনসর্ট’ বলা হয় এবং এর অর্থ হলো ক্যামিলার ভবিষ্যৎ পদবি হবে ‘রানি ক্যামিলা’। তবে পুরুষ কনসর্টের ক্ষেত্রে অবশ্য কিছুটা পার্থক্য রয়েছে। যেমন প্রিন্স ফিলিপ অথবা রানি ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স আলবার্ট রাজা নয়, বরং প্রিন্স কনসর্ট ছিলেন। প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার স্বয়ংক্রিয়ভাবে রানি হওয়াই ছিল স্বাভাবিক।