BigNews: ৭ দিনে মাত্র ৩ ঘণ্টা ভিডিও গেম খেলতে পারবে শিশুরা, ভিডিও গেমকে ‘আধ্যাত্মিক আফিম’ ঘোষণা চীনের
ভিডিও গেমের বিরুদ্ধে একপ্রকার অলিখিত যুদ্ধই যেন ঘোষণা করেছে চীন। এত সূক্ষ্ম যুদ্ধের কারণে বেশ কিছু দেশীয় প্রকাশক তাদের দরজা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। দেশটির ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশন (এনপিপিএ) ২০২১ সালের জুলাই থেকে কোনো গেম ডেভেলপারকে নতুন লাইসেন্স জারি করেনি। এতে বেশ কয়েকটি স্থানীয় সংস্থা ব্যবসা বন্ধ করতে একপ্রকার বাধ্য হয়েছে।
অন্যদিকে যেসব প্রতিষ্ঠান একটু বড় ও ব্যবসা ভালো, তারা বিদেশে ব্যবসা স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। এনপিপিএর নিষ্ক্রিয়তার জন্য এমনটি ঘটছে, নাকি চীনের বিস্তৃত ঋণসংকটও অন্যতম কারণ—বিষয়টি এখনো পরিষ্কার নয়। গত বছর ভিডিও গেমের সমালোচনা করে বেশ প্রচারণাও চালিয়েছে দেশটি। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রগুলো ভিডিও গেমকে ‘আধ্যাত্মিক আফিম’ হিসেবেও বর্ণনা করেছে।
গত আগস্টে শিশুদের গেম খেলার সময়সীমা সপ্তাহে মাত্র তিন ঘণ্টায় নামিয়ে এনেছে দেশটি। একই সঙ্গে নিজেদের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকেও কোণঠাসা করতে শুরু করেছে চীনা সরকার।
সূত্র : এনগ্যাজেট.কম