BigNews: তৃতিয় বিশ্ব যুদ্ধের আশঙ্কা, ভারতীয়দের দেওয়া হলো ইউক্রেন ত্যাগের নির্দেশ
বিশেষ প্রয়োজন ব্যতীত ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীসহ সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ ভারতীয় দূতাবাস।
গতকাল রোববার কিয়েভের ভারতীয় দূতাবাস কর্তৃক এক টুইট বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ইউক্রেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের পরিবারকেও নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
রোববার আরেকটি নির্দেশনায় ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, ইউক্রেন আক্রমণ নিয়ে উত্তেজনা এবং অনিশ্চয়তার কারণে ভারতীয় নাগরিকদের ইউক্রেন থেকে বের হতে কমার্শিয়াল বা চার্টার্ড ফ্লাইটের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগের নির্দেশনায় কেবল ইউক্রেনে থাকা ভারতীয় শিক্ষার্থীদের অস্থায়ীভাবে ইউক্রেন ত্যাগ করতে বলা হয়েছিল। তাদের ইউক্রেন ত্যাগ করার জন্য ফ্লাইটের আপডেট পেতে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করতে বলা হয়। এছাড়া পরবর্তী পরিস্থিতির আপডেট জানতে দূতাবাসের ফেসবুক পেইজ ও টুইটার অ্যাকাউন্ট অনুসরণের নির্দেশ দেয়া হয়।
ইউক্রেনে ভারতীয় নাগরিকের যেকোন তথ্য এবং সহায়তার প্রয়োজনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করতে পারবে এমন নির্দেশ দেওয়া হয়। এজন্য মন্ত্রণালয় বিশেষ কক্ষ স্থাপন করেছে। কয়েকদিন আগে ইউক্রেন থেকে বাইরে যাওয়ার বিমান টিকেট না পাওয়ার খবর পাওয়া যায়। এ জন্য ইউক্রেনে ভারতীয় দূতাবাসের একটি ২৪ ঘণ্টা হেল্পলাইন রয়েছে বলেও জানানো হয়।
আগামী ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার ৩টি বিশেষ ফ্লাইট ইউক্রেনের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানানো হয়।