আন্তর্জাতিক

বিধানসভা নির্বাচনে জয় পেতে শুভ‌ সময় মেনে মনোনয়ন জমা দিতে চান প্রার্থীরা

দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। ঠিক করোনার এই পরিস্থিতিতে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে। আগমী ১৪ ফেব্রুয়ারি হতে চলেছে এই নির্বাচন। তবে গোয়া নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরা চাইছেন যে ঠিক ২৭ জানুয়ারি তাঁরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিক।

তবে ঠিক ২৭ জানুয়ারি কেন?

আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার এটা দ্বিতীয়-শেষদিন। তবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটির সকাল ৮টা ৫০ মিনিট থেকে দুপুর ৩টে ২৮ মিনিট পর্যন্ত সময়টাকে শুভ বলে ইঙ্গিত মিলেছে। ঠিক এই কারণে যারা শুভ সময় মেনে চলেন, তাঁরা কখনই ২১ জানুয়ারি, যেদিন মনোনয়ন জমা দেওয়া শুরু হয় ও ২৮ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষদিনের মধ্যেকার কোনও দিনকে বাছাই করেন না।

গোয়ার অনেকেই মকর সংক্রান্তির দিন থেকে হিন্দু মাস পৌষ মাসের আগমনকে কোনও শুভ সূচনা করার জন্য সেরা সময় বলে মনে করেন না।

কিন্তু দেখা গিয়েছে যে ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারিও শুভদিন। তবে ২৩ জানুয়ারি রবিবার ও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছিল এর জন্য সরকারি ছুটি ছিল, তাই প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। পাশাপাশি ২১ জানুয়ারি সঙ্কট চতুর্থী হওয়ায় তা ভালো দিন ছিল, কিন্তু মনোনয়নের প্রথম দিন হওয়ার কারণে, অনেকেই সেইদিন মনোনয়ন জমা দিতে ব্যর্থ হন।

Back to top button