আন্তর্জাতিক

গ্রেফতার মুরগি, সরকারি স্থানে অনধিকার প্রবেশ আটক করলো সুরক্ষা বাহিনী

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, যেটি নিরাপত্তার চাদরে মোড়া। সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হঠাৎই একটি মুরগি প্রবেশ করে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভেতরে প্রবেশ করার কারণে মুরগিটিকে আটক করা হয়েছে। রীতিমতো হইচই পড়ে গেছে বিষয়টি নিয়ে। এ ঘটনার তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ওয়াশিংটন ডিসির স্থানীয় একটি প্রাণী কল্যাণ সংস্থা জানিয়েছে, এ সপ্তাহে পেন্টাগনের নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে একটি মুরগি ধরা হয়েছে।

জানা গেছে, গত সোমবার সকালে ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের এলাকায় মুরগিটিকে পাওয়া যায়। পরে সেটি এক কর্মকর্তার হেফাজতে রাখা হয়। সেটির নামও পড়েছে ‘হেনি পেনি’।

প্রাণী কল্যাণ সংস্থাটির মুখপাত্র চেলসা জনস বলেন, তবে মুরগিটিকে ধরার প্রকৃত স্থানটি কোথায়, তা তিনি জানাতে চাইছেন না। তিনি বলেন, প্রকৃত স্থানটি কোথায় সেটি সম্পর্কে বলার অনুমতি তাদের নেই। তবে মুরগিটিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পাওয়া গেছে।

কখন মুরগিটি সেখানে প্রবেশ করে এবং কী করে এলো সে বিষয়গুলো এখনও স্পষ্ট হওয়া যায়নি।

Back to top button