৪০ বছর পর বড় সিদ্ধান্ত নিলেন মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস
সারা বিশ্বের এক জনপ্রিয় ও প্রশংসিত ব্র্যান্ড হলো মাইক্রোসফট। কম্পিটারকে আপনার হাতের মুঠোতে নিয়ে আনতে যারা শুরু করেছিল যান্ত্রিক বিপ্লব।বিশ্বের সমস্ত প্রান্তেই আছে তাদের তৈরী প্রসেসর ও সফ্ত্বরের চাহিদা।
মাইক্রোসফট তৈরি করেছিলেন বিল গেটস ও পল অ্যালেন।এটি যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত নামি-দামি সংস্থা।এই সংস্থায় কম্পিউটার, ল্যাপটপসহ কম্পিউটারের যাবতীয় সামগ্রী এখানে তৈরী করা হতো। এছাড়াও এখানে স্মার্ট ঘড়ি, হেডফোন ও এয়ার বাড্সও তৈরী করা হয়ে থাকে।এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে রেডমন্ড এলাকায় অবস্থিত।এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭২-৭৫ সালে। এবার দীর্ঘ ৪০ বছর পর সেই সংস্থা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবের বিল গেটস।
গতকাল শুক্রবার তিনি এই খবর জানিয়েছিলেন। ২০০০ সল্ পর্যন্ত বিল গেটস নিজেই সংস্থার সিইও পদে ছিলেন। জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তন ও উচ্চশিক্ষা নিয়ে মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের হয়ে কাজ করবেন।