আন্তর্জাতিক

সুখবর! ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চীন, তুলে নেওয়া হলো বিধিনিষেধ

সারা বিশ্বে য্খন করোনার প্রকোপ বাড়ছে তখন উত্পত্তিস্থল চিনে এর প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ডিম্বের মাসে এই ভাইরাসের উত্পত্তির পর চিনে ভ্রমণ সংক্রান্ত যে বিধিনিষেধ জারি করেছিল চীন সরকার তা এখন তুলে নেওয়া হয়েছে।

সংবাদ মাধ্যম সি এন এন এর প্রতিবেদন অনুযায়ী নতুন করে চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মাত্র ২০ জন যা আগের তুলনায় নাম মাত্র বললেই চলে। ১ মাস আগে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১০০০ এর বেশি মানুষ সেখানে মাত্র ২০ জন হওয়ায় চীনের অনেক সাধারণ মানুষ খুশি।বর্তমানে করোনা বেশি করে প্রভাব বিস্তার করছে ইউরোপের দেশগুলিতে।

বর্তমানে চিনে একমাত্র উহান প্রদেশেই নতুন করে করণে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে বাকি প্রদেশ গুলি থেকে কোনো আক্রান্তের খবর আসছেনা।
সরকার তাই অবস্থা স্থিতিশীল দেখে তুলে নিয়েছে ভ্রমণের উপর থেকে বিধি নিষেধ।

Back to top button