আন্তর্জাতিক

যাকে ছাড়া লাদেনকে ধরাই যাচ্ছিলো না, তিনি বর্তমানে কোথায়?

আমেরিকা ১০ বছর ধরে আকাশ-পাতাল তোলপাড় করেও ওসামা বিন লাদেনের খোঁজ পায়নি।তবে শেষ পর্যন্ত সেই লাদেনের খোঁজ যিনি দিয়েছেন তিনিই বহু বছর ধরে কারাগারে বন্দি।সুবিচারের আশায় জেলের মধ্যেই তিনি আমরণ অনশন শুরু করলেন।পাকিস্তানের সেই চিকিৎসক হলেন শাকিল আফ্রিদি।হাঁকিল ও তার পরিবারের অভিযোগ শাকিলকে অকারণেই জেলে বন্দি করে রাখা হয়েছে।

শাকিলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি জঙ্গিদের সাথে যোগসাজেশ আছে।আর মূলত এই কারণেই তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে।লাদেনকে পাকিস্তান আশ্রয় দিয়েছে, এমন অভিযোগ আন্তর্জাতিক মহলে উঠলেও তা ইসলামাবাদ স্বীকার করেনি।কিন্তু অবশেষে তাকে পাকিস্তানের মাটিতেই খুঁজে পাওয়া গিয়েছিলো।আর যা কারণে পাকিস্তানের মুখ পুড়ে গিয়েছিলো।আর এই কারণেই প্রতিহিংসামূলক আচরণ করছে পাক সরকার।

পাকিস্তানের অবিচার ও অমানবিক আচরণের কারণের প্রতিবাদে শাকিল অনশনে বসেছেন বলে তার দাদা জামিল আফ্রিদি জানিয়েছেন।তার সাথে শাকিলের আইনজীবী কামার নামিদিও আমরণ অনশনে কথা নিশ্ছিত করেছেন।

Back to top button