আন্তর্জাতিক

মারিওপোলে হাজার হাজার মানুষ হত্যার প্রমাণ লুকাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের বন্দরনগরী মারিওপোলে হাজার হাজার মানুষ হত্যার প্রমাণ লুকাচ্ছে রাশিয়া। গতকাল বুধবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তুরষ্কের হ্যাবার্টর্ক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, কেন আমরা মানবিক সহায়তা নিয়ে মারিওপোলে যেতে পারছি না, তার কারণ হলো ভয়। সেখানে কী ঘটছে তা বিশ্ব দেখতে পাবে। আমি মনে করি, শহরটি একটি ট্র্যাজেডি। সেটি নরক। আমি জানি যে দশজন নয়, হাজার হাজার মানুষ সেখানে নিহত হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে।

রাশিয়া হত্যার প্রমাণ লুকাতে পারবে না জানিয়ে জেলেনস্কি বলেন, যেসব ইউক্রেনীয় মারা গেছে এবং যারা আহত হয়েছে, তাদের তথ্য লুকাতে পারবে না। এই সংখ্যা হাজার হাজার, এটা লুকানো অসম্ভব।

জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইতিমধ্যে কিয়েভের বাইরে বুচা ও আশপাশের বেশ কয়েকটি শহরে সংঘটিত অপরাধের প্রমাণ গোপন করার চেষ্টা করেছে।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, যেভাবেই হোক এটি হতে হবে। আমি মনে করি এটি ছাড়া এই যুদ্ধ বন্ধ করা কঠিন।

তবে মস্কোর সঙ্গে আলোচনায় আসা কঠিন ছিল জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা বুঝতে পারি যে আমরা কার সঙ্গে কাজ করছি।’

Back to top button