আন্তর্জাতিক

পৃথিবীর এমন একটি অদ্ভুদ দ্বীপ আছে, যেখানে শুধু সাপই বসবাস করে

ব্রাজিলে এই দ্বীপটি অবস্থিত।এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা।সেখানে হয়তো আপনি যেতে চাইবেন।কেননা প্রাকৃতিক দৃশ্য আপনারকে সেখানে নিয়ে যেতে বাধ্য করবে।তাহলে আপনি জেনে রাখুন আপনি এখানে যেতে চাইলেও যেতে পারবেন না, কেননা এখানকার বাসিন্দা কোনো মানুষ নয়, এরা বিষধর স্যাপ।এই গোটা দ্বীপটিকে বলা হয়, ‘লা দ্য কুইমাদা গ্রানাডা’।এই দ্বীপে নামটি শুনতে অবাক লাগলেও, এই দ্বীপের ইংরেজি নাম হলো ‘স্নেক আইল্যান্ড’।একবার সেখানে যে যায় আর ফিরে আসে না।

ব্রাজিলের বৃহত্তম শহর সাও পালাও থেকে প্রায় ৯৩ মেইল দূরে এই দ্বীপটি অবস্থিত।এই দ্বীপটি প্রায় ১১০ একর নিয়ে বিস্তৃত।অনেকদিন আগেই সাগরের উচ্চতা বেড়ে যাওয়ায় ব্রাজিলের মূল শহর থেকে দ্বীপটি আলাদা হয়ে পরে।এই দ্বীপটির চারিপাশে গাছপালা দ্বারা ভর্তি।সেখানেই সুন্দর পাখিরাও থাকে তবে সেখানে মানুষ বসবাস করতে পারে না।

এখানে রয়েছে নানা বিষধর সাপ, তার মধ্যে উলেখযোগ্য হলো, ‘দ্য গোল্ডেন লেন্সহেড’।এই দ্বীপে থাকা পাখিরাই এদের মূলত খাবার।এখানে সাপের চাহিদা গোটা বিশ্বের থেকে অনেক বেশি।এখানকার সাপের থেকে বিষ নিয়ে নানারকম ঔষধি কাজে ব্যবস্থার করা হচ্ছে।তবে গবেষণার কাজে অনেক গবেষকরাই এখানে যান।

Back to top button