পাথরের বদলে রেললাইনে ইটের গুঁড়ো! দুর্নীতির ছবি ভাইরাল নেট দুনিয়ায়
সম্প্রতি বাংলাদেশে ঘটেছে এমন দুর্নিতীর ঘটনা। যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রায় ২ কিলোমিটার রেল লাইন জুড়ে পাথরের পরিবর্তে ফেলা হয়েছে ইটের সুরকি। আর এই বিষয়টি ভাইরাল হতেই নড়ে -ছোড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে সরকারি কোনো তদারকি ছাড়াই নিজের খেয়ালে কাজ করছে ঠিকাদার সংস্থা।
আর বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সেই জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আয়েশা হক নিজেই ছুতে যান ওই ঘটনার পর্যবেক্ষণে সেখানে গিয়ে রেল লাইনে ইটের সুরকি দেখে জিজ্ঞাসাবাদ করেন দায়িত্বপ্রাপ্ত রেল দফতরের অফিসারকে।
সেই সময় ওই রেলদফতরের দায়িত্ব প্রাপ্ত কর্মী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।এই প্রসঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট আরো জানিয়েছেন যে রেল ওয়ের যেকোনো সংস্কার কাজে সাইনবোর্ড লাগাতে হয় কিন্তু এখানে কোনো সাইনবোর্ড লাগানো হয়নি ও রেলের সহকারী দায়িত্বপ্রাপ্ত কর্মীকে কাগজ-পত্র নিয়ে আসার কথা বলা হলেও সেই কর্মী শেষ পর্যন্ত কাগজ নিয়ে আসেনি।