আন্তর্জাতিক

‘জি২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের অধিকার কারও নেই ‘ রাশিয়ার পাশে দাঁড়ালো চীন

ইউক্রেনে আগ্রাসনের পরও শীর্ষ অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০-তে রাশিয়াকে রাখা উচিত হবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। এ প্রশ্নে রাশিয়ার প্রতি সমর্থন জানিয়ে চীন বলেছে, জি২০-এর কোনো সদস্যের অন্য দেশকে বহিষ্কার করার অধিকার নেই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বুধবার সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওয়াং ওয়েনবিন বলেন, ‘রাশিয়া জি২০-এর গুরুত্বপূর্ণ সদস্য। জি২০-এর মাধ্যমে বিশ্বের যেসব প্রধান অর্থনীতিকে একত্রিত করা হয়েছে, রাশিয়া তার মধ্যে একটি।’

‘জি২০-এর উচিত সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা করা এবং সংহতি ও সহযোগিতা জোরদার করা,’ যোগ করেন ওয়াং।

এদিকে ইন্দোনেশিয়ায় রাশিয়ার রাষ্ট্রদূত লিউডমিলা ভোরোবিভা বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বছরের শেষদিকে বালিতে অনুষ্ঠেয় জি২০ শীর্ষ সম্মেলনে যেতে চান। যদিও তা কোভিড পরিস্থিতিসহ অনেক কিছুর ওপর নির্ভর করবে।

ইন্দোনেশিয়া জি২০-এর বর্তমান চেয়ারম্যান।

রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়াকে জি২০ থেকে বের করে দিতে পোল্যান্ড গতকাল মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছে এবং যুক্তরাষ্ট্র বিষয়টি ভেবে দেখছে।

এর আগে ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিলে মস্কোকে জি৮ থেকে বের করে দেওয়া হয়।

Back to top button