আন্তর্জাতিক

চুল ছাঁটাতে গিয়ে পুড়ে গেলো কপাল, নাপিতের নামে হলো মামলা

নেই চুল ছাঁটানোর সামান্য দক্ষতা। আর সেই নাপিত কিনা দেখাতে গিয়েছিলেন বিদেশী স্টাইলে চুল ছাটতে। আর সেই কাজ করতে গিয়ে শেষপর্যন্ত চুল কাটাতে আসা ব্যক্তিটির কপালটাই গেছে পুড়ে। আর এতে রেহাই পায়নি নাপিতও তার কপালেও জুটেছে মার সাথে পুলিশ কেস।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। পুলিশ এই ঘটনায় কোনো পক্ষের নাম উলেখ করেনি।

পুলিশ জানিয়েছে যিনি চুল ছাটতে গিয়েছিলেন তিনি পেশায় একজন মেকানিক। তার দোকানে কাজ করে তিনজন কর্মী তাদের নেই পেশাগত কোনও শিক্ষা।

আর ওই সেলুনের কটমীদের মধ্যে একজন লিবিয়া দেশের নাগরিক। আর সেই লিবিয়ার কর্মীটি ঘটিয়েছে এই কান্ড। জানাগেছে ওই নাপিত সোশ্যাল মিডিয়া দেখে মিশরীয় পদ্ধতিতে চুল ছাঁটানোর চেষ্টা করছিলেন। মিশরীয় ওই বিশেষ পদ্ধতির মাধ্যমে আগুন দিয়ে হালকা চুল পুড়িয়ে নেওয়া হয়। আর এরফলে চুলের নতুন নতুন স্টাইল করা যায়। তবে ওই লিবীয় নাপিত এর কিছুই জানতেননা তবুও তিনি সেই পদ্ধতি প্রয়োগ করতে গিয়েই বাধে বিপত্তি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ডেনিয়েল কারড্রাওন বলেন, ওই ব্যক্তির মাথার চুলে জেল লাগিয়ে নেন। এরপর হঠাৎ গ্যাস লাইটার জ্বেলে চুলে আগুন ধরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান ওই ব্যক্তি। ভয়ে দ্রুত আসন ছেড়ে উঠে পড়েন। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আগুনে তাঁর কপালটা পুড়ে গেছে।

তিনি বলেন, ‘আমরা প্রথমে ঘটনাটা শুনে আশ্চর্যই হয়েছিলাম। একজন নাপিত কেন এভাবে তাঁর গ্রাহকের কপালে আগুন ধরিয়ে দেবেন, বুঝতেই পারছিলাম না। তদন্তের পরই বুঝতে পারি আসল ঘটনা।’

Back to top button