ঘনবসতি থেকেও রোহিঙ্গারা এখনো করোনামুক্ত, অবাক গোটাবিশ্ব
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে যে সকল রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তারা সকলেই করণামুক্ত বলে জানিয়েছে বিস্বস্বাস্থ সংস্থা।সোমবার বিশ্ব স্বাস্থ সংস্থার একটি তথ্য অনুযায়ী আরব নিউজ জানিয়েছে রোহিঙ্গারা অনেক ঘনবসতি পূর্ণ এলাকায় থাকলেও তাদের কাউকেই যেতে হয়নি কোয়ারেন্টাইনে।তবে করণের কথা মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ সংস্থা নেওয়া হয়েছে সমস্ত রকম জরুরি প্রস্তুতি।
এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ সংস্থার মুখপাত্র কেটালিন বেরকরা বলেন ‘ বিশ্ব জুড়েই করোনা ভাইরাস প্রতিরোধের প্রস্তুতিতে রয়েছে বিভিন্ন ঘাটতি।কিন্তু রোহিঙ্গা শিবিরে কমপক্ষে ১০০ টি সংস্থার মাধ্যেমে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র লুইস ডোনোভান বলেন, ‘ক্যাম্পগুলোতে করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টাইন অথবা আইসোলেশনে নেয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।’