আন্তর্জাতিক
কিয়েভের শপিং মলে এবার রকেট হামলা,জেনেনিনসর্বশেষ পরিস্থিতি
সোমবার কিয়েভের একটি শপিং মলে হামলা চালিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। রকেট হামলায় কার্যত গোটা বাড়িটি ধসে গেছে। ইউক্রেন জানিয়েছে, ওই হামলায় অন্তত আটজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তারা ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন। রাশিয়ার দাবি, বন্ধ শপিং মলে ইউক্রেনের সেনা রকেট মজুত করছিল।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ”ওই শপিং মলটিতে রকেট মজুত করে রাখা হচ্ছিল। সে কারণেই সেখানে হামলা চালানো হয়েছে। ওই মলের পাশে রকেট লঞ্চারও তৈরি করা হয়েছিল। গোটা এলাকাকে সে জন্য ধ্বংস করা হয়েছে।”
ইউক্রেন অবশ্য রাশিয়ার দাবি স্বীকার করেনি। তারা জানিয়েছে, ওই ভবনটি কেবলমাত্র আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল। রাশিয়ার আক্রমণে অন্তত আটজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।