আন্তর্জাতিক
করোনা: ১ রাতেই মৃত্যু ৫৩ জনের, জরুরি অবস্থা জারি হলো এই নতুন দেশে
সকলকে অবাক করে দিয়ে স্পেনে এক রাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৩ জন।আর নতুন এই মৃত্যুর ঘটনায় স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০জন।স্পেনে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৪২০৯ জন। আর
এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে স্পেন সরকার জারি করেছে জরুরি অবস্থার প্রথম ধাপ।
জানাগেছে স্পেনে এই জরুরি অবস্থা জারি থাকবে টানা ১৫ দিন পর্যন্ত।আর এই জরুরি অবস্থা জারি করার ফলে সরকার নিতে পারবে যেকোনো সিদ্ধান্ত এমনকি সরকার হয়তো মানুষকে দেশ ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিতে পারে।
স্পামিশ সংবাদ মাধ্যমের বিভিন্ন খবর অনুযায়ী করোনা ভাইরাস কে প্রতিহত করতে সরকার স্পেনের রাজধানী মাদ্রিদের সবরকমের রেস্তোরা ও পানশালা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে।শুধু ওষুদের দোকান ও কিছু সুপার মার্কেট খোলা থাকবে বলে জানা গেছে।