করোনা নিয়েও চীন-আমেরিকা যুদ্ধ, আমেরিকাকে ওষুধ দেবেনা চীন
সারা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক।করোনা আতঙ্ক নিয়ে চলছে চীন ও আমেরিকা কাদা ছোড়াছুড়ি।আর এই কাদা ছোড়াছুড়ির মাঝে চীন নিলো বড় সিদ্ধান্ত।চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা প্রয়োজনীয় জরুরি ওষুধ আমেরিকা কে পাঠাবেনা।মার্কিন যুক্ত রাষ্ট্রের সাথে দীর্ঘ দিনের বাণিজ্য লড়াইয়ের কারণেই চীন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।
চীনা বাণিজ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র আইবুপ্রোফেন ৯৫%, হাইড্রোকার্টিসন ৯১%, এসিটামিনোফন ৭০%,পেনিসিলিন ৪০% থেকে ৪৫% এবং হেপারিন ৪০% আমদানি করে চীন থৈকে। সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে অ্যান্টিবায়োটিকের ৮০% সরবরাহ করা হয় চীন থেকে।
তবে মনে করা হচ্ছে চীনের বর্তমান যা পরিস্তিথি সেই পরিস্তিথিতে তাদের নিজেদের জন্যই দেখা যাচ্ছে ওষুধের ঘাটতি।আর এমন অবস্থায় তারা ওষুধ সরবরাহ করবে কিভাবে! অপরদিকে ভারত ও ইউরোপিয়ান দেশ গুলি আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সভাবে ওষুধ রপ্তানি করতো না।ফলে চীন ছিল আমেরিকার একমাত্র ভরসা।পরিস্তিথি বেগতিক দেখে ট্রাম্প প্রসাধন আমেরিকাতেই ওষুধ তৈরির নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর।