ভারতের যুদ্ধবিমান ‘রাফালে’র প্রথম মহিলা পাইলট হচ্ছেন শিবাঙ্গি সিং
ভারতের প্রথম নারী পাইলট হিসেবে রাফাল যুদ্ধবিমান ওড়াবেন ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট শিবাংগী সিং। এর আগে তিনি দক্ষতার সাথে উড়িয়েছিলেন মিগ্-২১ বাইসন যুদ্ধ বিমান। আর এবার তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে র্যাফেল বিমান ওড়ানোর জন্য।
নিয়ম অনুযায়ী এক যুদ্ধবিমান ছেড়ে অন্য যুদ্ধবিমানের দায়িত্ব পেলে সেই যুদ্ধ বিমান চালানোর জন্য নিতে হয় কনভার্সন ট্রেনিং। আর এরইমধ্যে সেই ট্রেনিং শুরু করে দিয়েছেন শিবাঙ্গী। ট্রেনিং শেষ হলেই তিনি যোগ দেবেন অম্বালা এয়ারবেসের ‘গোল্ডেন অ্যারোজ’ স্কোয়াড্রনে। এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনীতে রয়েছেন ১০ জন পাইলট। তাদের মধ্যে শিবাঙ্গিই প্রথম যিনি রাফায়েল ওড়ানোর দায়িত্ব নেবেন। এর আগে শিবাঙ্গী নিযুক্ত ছিলেন রাজস্থানের বায়ুসেনার ফাইটারবেসে। সেখানে থাকা কালীন তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাথে উড়িয়েছেন মিগ্ বিমান।
শিবাঙ্গী ছোটবেলার থেকেই দেখতেন বিমান ওড়ানোর স্বপ্ন। তিনি বেড়ে উঠেছেন উত্তরপ্রদেশের বারানসিতে। আর সেখানে পড়াশুনা শেষ করেই তিনি ভর্তি হন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে। সেখানেই পড়া শেষ হতেই তিনি ২০১৬ সালে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন বায়ু সেনার একাডেমিতে। তারপর প্রশিক্ষণ শেষে তিনি বায়ুসেনার একজন মহিলা পাইলট হিসেবে যোগ দেন।
জানাগেছে যে বর্তমানে ভারতীয় বায়ুসেনার রয়েছেন ১০ জন মহিলা পাইলট। শিবাঙ্গী যোগ দিয়েছেন দ্বিতীয় ব্যাচের প্রতিনিধি হিসেবে । তার আগে ২০১৬ সালে জুন মাসে প্রথম ব্যাচের মহিলা পাইলট হিসেবে ভারতীয় বায়ুসেনাতে যোগ দেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত ও মোহনা সিং।