গতকালই ভারত পাবজিসহ নিষিদ্ধ করেছে আরও ১১৮টি চাইনিজ অ্যাপ।কারণ বিভিন্ন চিনা অ্যাপ গুলি ব্যবহারকারীদের তথ্য চুরি করছিলো বলে মত অনেকেরই।তাই রাতারাতি ডিজিটাল স্ট্রাইক করার পর কেটেছে বেশ কয়েক ঘন্টা আর তার মধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে চিন। চিন ভারতকে বলছে এই ভুল শুধরে নিতে। গতকাল পাবজির মতন জনপ্রিয় চিনা অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সাময়িকভাবে অনেকেই ক্ষুব্ধ হলেও ভারতীয়রা কিন্তু খুশীই হয়েছেন।
রাতারাতি এতোগুলো চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পেছনে চিনারা আবার আমেরিকার ষড়যন্ত্রও বলে মনে করছে । এর আগে ৫৯টি চিনা অ্যাপ আর কাল সব মিলিয়ে ১১০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করায় যথেষ্ট ক্ষতি গ্রস্ত হয়েছে চিন। একদিকে চিনা অ্যাপ বর্জন অন্যদিকে সীমান্তের লড়াই । কিন্তু তাও দুই তরফের ঝামেলা কিছুতেই থামানো যাচ্ছেনা।এই বিষয়ে বৃহস্পতিবার চিনের বানিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং প্রেস বিবৃতি দিয়ে বলেছেন, “ভারতের এই পদক্ষেপ জাতীয় সুরক্ষার ধারণাকে অবমাননা করছে এবং এই সক্রিয়তা চিনা সংস্থার বিরুদ্ধে বৈষম্যমূলক।”