নিউজঅফবিটবিনোদনলাইফস্টাইল

ডিসেম্বরেই আসতে পারে জিও তরফ থেকে ১০কোটি স্মার্ট ফোন

ভারতে ফের একটা বড় পদক্ষেপ নিতে চলেছে মুকেশ আম্বানি। জানা যাচ্ছে,কম দামে ১০ কোটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে জিও। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত এই মোবাইলে ৪জি, এমনকি ৫জি ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করা যেতে পারে । ডিসেম্বর মাসে, নইলে আগামী বছরের শুরুতেই এই মোবাইল বাজারে আসবে বলেই মনে করা হচ্ছে। বুধবার বিজনেস স্ট্র্যান্ডার্ড নামের এক পত্রিকা এই খবর জানিয়েছে।

জুলাই মাসে গুগল জিও-তে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। তাই গুগল ও জিও মিলে এই পরিষেবা তৈরি করার পরিকল্পনা করেন এই কোম্পনি। জুলাই মাসেই মুকেশ আম্বানি বলেন,’ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কম দামে যে স্মার্টফোন নিয়ে আসছে তাতে ৪জি, এমনকি ৫জি পরিষেবাও যাতে ব্যবহার করা যায় তার উপযুক্ত একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করবে গুগল’।

জিও তার প্রায় ৩৩ শতাংশ শেয়ার বিক্রি করেছে। তার মাধ্যমে ২০.২২ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে তারা। ফেসবুক, ইনটেল, কোয়ালকমের মতো সংস্থা আজ যুক্ত হয়েছে জিও-র সঙ্গে। তারপরেই ভারতের টেলিকম দুনিয়ায় আরও এক নতুন পদক্ষেপ নিতে চলেছে তারা।

এর আগেও কম দামে গ্রাহকদের জন্য ফোন নিয়ে এসেছে জিও। এবার ফের কম দামে আন্তে চলছে স্মার্ট ফোন ,যা ৪জি ও ৫জি সাপর্টেড হট পারে।

Back to top button