প্রতিদিনই বদলে যায় আকাশ -মেঘ- রোদদ্দুর খেলা। তাই বাড়ি থেকে বের হবার আগে জেনেনিন আর কেমন থাকতে পারে মেঘ -জল -রোদ্দুর আলিঙ্গন আপনার শহরে-
আজ, মঙ্গলবার সারাদিন কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রেহাই নেই ভ্যাপসা গরম থেকে আজ সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল সর্বোচ ৯৫% ও সর্বনিম্ন ৮৫%। আজ জোয়ারের সময় সকাল ৬ তা ২৭ মিনিট ও রাত্রি ৯ টা ৫৭ মিনিট। আর আজ ভাটার সময় রাত ১ টা ৭ মিনিট ও দুপুর ১ টা ৪২ মিনিট। আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৩ মিনিট ও সূর্যাস্ত যাবে ৫ টা ৪১ মিনিটে।
(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আর সাথে থাকুন আমাদের।)