নিউজ

Hilsa Fish: পদ্মার ইলিশের দামে হাতে ছ্যাঁকা! জেনেনিন সস্তায় কিনতে পারবেন কোন কোন মাছ?

বাংলাদেশ থেকে আসা পদ্মা-মেঘনার ইলিশের দাপটে গত শনিবার ও রবিবার কলকাতার বাজারে ধস নেমেছে। ইলিশের দাম এতটাই চড়া যে, অনেকেই অন্য মাছ কিনতে বাধ্য হয়েছেন।

ইলিশের দাম কয়েকদিন ধরেই বাড়ছে। গত সপ্তাহে 1 কেজির ওজনের ইলিশের দাম ছিল 1500-1700 টাকা। তবে গতকাল, সেই দাম বেড়ে দাঁড়ায় 1800-2000 টাকা। ফলে, অনেকেই ইলিশ কেনা থেকে বিরত থাকেন।

বিক্রেতারা বলছেন, তারা এই মাছ পাইকারি বাজার থেকে 1300-1500 টাকায় কিনছেন। তাই, খুচরো বাজারে দাম বেশি।

দেশীয় ইলিশের দামও চড়া। এক কেজির বেশি ওজন হলে দেশীয় ইলিশের দাম 1200-1300 টাকা। ছোট আকারের ইলিশ 600-700 টাকায় মিলছে।

ইলিশের দাম বেশি থাকায়, গতকাল বাজারে মাংস বিক্রিও কম ছিল। মাংসের দাম 750-800 টাকা।

অন্যান্য মাছের দাম

ইলিশের দাম বেশি থাকায়, অনেকেই অন্যান্য মাছ কিনেছেন। পমফ্রেটের দাম 350-500 টাকা, কাতলার দাম 320-350 টাকা, ভেটকি মাছের দাম 500 টাকা, ট্যাংরার দাম 450 টাকা এবং পাবদার দাম 300-500 টাকা।

রুই মাছের দাম 200-220 টাকা, ছোট আকারের তেলাপিয়ার দাম 150-170 টাকা এবং লোটে মাছের দাম 100-120 টাকা।

ব্যবসায়ীদের আশা

ব্যবসায়ীদের আশা, ইলিশের দাম কিছুদিন পরে কমে যাবে।

Back to top button