নিউজ

GOLD: ফের বাড়ছে সোনার দাম, ৩ মাসে পৌঁছে গেলো সর্বোচ্চ মূল্যে

আন্তর্জাতিক বাজারে দৈনিক ভিত্তিতে স্বর্ণের দাম কমলেও সাপ্তাহিক হিসাবে তা এখনও ব্যাপক ঊর্ধ্বমুখী রয়েছে। গত ৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

শুক্রবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে শিগগিরই সুদের হার বাড়ানো বন্ধ করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

এতে মার্কিন তথা প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারের তেজ কমেছে। সঙ্গত কারণে বুলিয়ন মার্কেট চাঙা হয়েছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে।

আলোচ্য কার্যদিবস শেষে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য অপরিবর্তিত রয়েছে। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬৪ ডলার ৪ সেন্টে।

সবমিলিয়ে চলতি সপ্তাহে বেঞ্চমার্কটির দর ১ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। গত এপ্রিলের পর যা সর্বোচ্চ।

গত জুনে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) কম ঊর্ধ্বগামী হয়েছে। বার্ষিক ভিত্তিতে গত ২ মাসের মধ্যে তা সর্বনিম্ন। ফলে শিগগিরই সুদের বৃদ্ধি থেকে বিরত হতে পারে ফেড।

এ প্রত্যাশায় চলতি সপ্তাহের শুরুতে স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যায়। গত ১৬ জুনের পর যা ছিল সবচেয়ে বেশি। সেই থেকে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম বাড়ছে।

আরজেও ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ ড্যানিয়েল প্যাভিলনিস বলেন, ইউএস মুলুকে মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে। তাতে আরও সুদের হার বৃদ্ধির সম্ভাবনা কমেছে। ফলে স্বর্ণের দাম বেড়েছে।

তিনি বলেন, আগামী দিনেও স্বর্ণের দর ঊর্ধ্বগামী থাকতে পারে। ফেড যদি বলে আর সুদের হার বাড়ানোর দরকার নেই, তাহলে দুঃসময়ের বন্ধু ধাতুটির মূল্য বেড়ে যাবে।

Back to top button