নিউজঅফবিট

জোনাকি পোকা খেয়ে ব্যাঙের পেটে জ্বলছে আলো, দেখে অবাক সকলেই

নিজের খুদা মেটানোর জন্য একটি জোনাকি পোকাকে নিজের শিকারে রূপান্তরিত করেছিল একটি ব্যাঙ। আর এতেই ঘটে গেছে অবাক করা কান্ড। আর সেই ঘটনা দেখে রীতিমত চমকে গেছেন প্রত্যক্ষ্যদর্শীরা। সেই সাথে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।

আজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে ওই ঘটনার ভিডিও। আর ভিডিওটি প্রকাশ হতেই ভাইরাল হওয়া শুরু করে দেয় সাথে সাথেই।

ওই ভিডিওটিতে জোনাকলি পোকার আলোর বিকিরণ দেখা যাচ্ছে ব্যাঙের পেটের মাঝ বরাবর। যা দেখে মনে হচ্ছে ব্যাঙের পেতে আগুন জ্বলছে।

ভাইরাল হওয়া ওই ৫৯ সেকন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একটি ব্যাঙ দেয়ালে লেপ্টে আছে আর ওই ব্যাঙের পেট থেকে কয়েক সেকন্ড পর পর আলো জ্বলছে। যেমনটা আলো জোনাকির আলো বিকিরণের সময় দেখা যায়।

আর ওই ব্যাঙ দেখে অবাক হয়ে যান প্রতষ্যদর্শীরা। ব্যাঙটি লাফ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গেলেও তখনও জ্বলতে থাকে আলো।

ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে জোনাকি পোকা খাওয়ার ব্যাঙের পেট থেকে এমন আভা দেখা যাচ্ছে। আর যখন ওই ব্যাঙের ভিডিওটি তোলা হয় তখন সেই সময়টা রাত ছিল।

Back to top button