বিজেপি নেতা টি রাজা সিং-কে নিষিদ্ধ আজ্ঞা জারি করল ফেসবুক। কিছুদিন আগে তেলঙ্গানার ওই বিজেপি নেতা ঘৃণাসূচক ভাষণ দেও ,তা সত্ত্বেও ফেসবুকের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।ফলে সোশ্যাল মিডিয়ায় সেই ভাষণ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ফেসবুক জানালেন, কেউ হিংসা বা ঘৃণা প্রচার করলে তাঁদের সংস্থা অনুমোদন করে না। তাই রাজা সিং-কে নিষিদ্ধ করা হল।ফেসবুকের ওই ব্যাক্তি ই-মেল করে জানিয়েছেন,“আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ ঘৃণাসূচক বা হিংসাত্মক মন্তব্য করলে তাঁদের সম্পর্কে আমরা আগে থেকেই সাবধান হই। তাই রাজা সিং-কে ব্যান করা হয়েছে।”
রাজা সিং গত মাসে টুইটারে এক ভিডিও পোস্ট করে বলেন, তাঁর কোনও অফিসিয়াল ফেসবুক পেজ নেই। তিনি রো বলেন , “আমি জানতে পেরেছি, আমার নামে অনেকগুলি ফেসবুক পেজ চালু আছে। আমার নিজের কোনও অফিসিয়াল পেজ নেই। কোন পেজে কী পোস্ট করা হল, তার দায়িত্ব আমার নয়।”গত ১৬ অগাস্ট রাজা সিং বলেন, “আমার সম্পর্কে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন আমি বিশ্বে সবচেয়ে সাংঘাতিক লোক। আমি যদি সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য করি, তাহলে কিছু না কিছু ঘটেই যায়।”
মার্কিন পত্রিকা থেকে জানা যায় , রাজা সিং এমন বক্তব্য পেশ করার পরেও তাঁকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেনি ফেসবুক। ইন্ডিয়া এক্সিকিউটিভ আঁখি দাস নাকি ব্যান করতে বাধা দিয়েছিলেন। তাঁর মনে হয়েছিল যে কোনও বিজেপি নেতাকে নিষিদ্ধ করলে ভারতে ফেসবুকের ব্যবসার ক্ষতি হতে পারে।
তবে রাজা সিং এই ঘৃণাসূচক ভাষণ দেওয়ার কথা স্বীকার করেন না। বুধবার সংসদীয় প্যানেল ফেসবুকের প্রতিনিধিদের বলেন, তাঁদের সংস্থা কতবার ঘৃণাসূচক ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার তালিকা দেওয়া হোক।