নিউজরাজ্য

বাড়িতে বসেই অনলাইনে দেওয়া যাবে পরীক্ষা, জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়

গতকালই ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের পর জানানো হয় ইউজিসি নির্দেশিকা মেনেই ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে হবে স্নাতক, স্নাতকোত্তরের চুড়ান্ত বর্ষের পরীক্ষা। সব নিয়ম বিধি মেনেই অনলাইনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, পরীক্ষা শেষে তেরো দিনের মাথায় ৩১ অক্টোবরের মধ্যে জানানো হবে ফল।

কলকাতা বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার ওপর ভিত্তি করে এবং সিলেবাস অনুযায়ী নেওয়া হবে এই পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে অনলাইনে৷ পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেওয়া ও উত্তরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে পাবে ২৪ ঘণ্টার সময়৷ অবশেষে সব সমস্যা পেড়িয়ে আগামি মাস থেকে হতে চলেছে সব পরীক্ষা।

Back to top button