নিউজঅফবিট

সিবিআই কে নতুন বয়ান দিলেন দীপেশ ,জেনে নিন কি সেই বয়ান

সুশান্ত মামলায় দীপেশকে জেরার সময় দীপেশ স্বীকার করে যে রিয়া সুশান্তের খাবারে ও পানীয়তে মাদক ব্যবহার করার অর্ডার দিতো ও দীপেশ সেই অর্ডার মোতাবেক কাজকর্ম করতো।এর আগে দীপেশ সিবিআই-কে জানিয়েছিলেন, “লকডাউন চালাকালে দেরি করে ঘুমাতে যেতেন সুশান্ত এবং রিয়া ম্যাডাম, ঘুম থেকে উঠার ক্ষেত্রেও দেরি করতেন তাঁরা। দুপুরে খাওয়ার আগে দীর্ঘ সময় যোগ ব্যায়ামের পর ছাদে গিয়েও ব্যায়াম করতেন তাঁরা। যোগ ব্যায়ামের জন্য ছাদে জিনিসপত্র এবং মিউজিক সিস্টেম নিয়ে যাওয়ার জন্য বলা হত তাঁকে”। ৮ই জুন সম্পর্কে দীপেশের কাছে জানতে চাইলে দীপেশ জানান, “সেদিন দুপুরে খাওয়ার আগেই রিয়া চলে যান বাড়ি ছেড়ে। সাথে রিয়ার ভাই সৌভিকও ছিলেন। সেদিন দুপুরে সুশান্ত খাওয়া দাওয়াই করেননি”।

আজ শনিবার, সুশান্তের ব্রান্দার ফ্ল্যাটে, সুশান্তের দিদিকে নিয়ে কেসের পুনর্নির্মাণ করেন সিবিআই।জানা যায় আগামীকাল রোব বার রিয়া সৌভিককে সামনে বসিয়ে জেরা করা হবে। প্রয়োজন হলে মিরান্ডাকে সঙ্গে নিয়ে জেরা করা হবে রিয়াকে।

Back to top button