করোনা: ভালো ফল এলো জনসন এন্ড জনসনের টিকাতে, বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা
গোটা বিশ্ব জুড়ে চলছে করোনা আতঙ্ক। আর এই মারণ ভাইরাস থেকে মুক্তি পেতে তার প্রতিষেধক তৈরী নিয়ে গবেষণা করছে পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা। ইতিমধ্যে ভারতেও শুরু হয়ে গেছে এই ভাইরাসের প্রতিষেধক তৈরির প্রচেষ্টা। শুরু হয়েছে ট্রায়াল। সেই সাথে ভারতে ট্রায়াল চলছে অক্সফোর্ডের তৈরী ভ্যাকসিনেরও।
আর এই খবরের মাঝেই উঠে এলো প্রসিদ্ধ সংস্থা জনসন এন্ড জনসনের তৈরী কোবিদ ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের তৈরী ভ্যাকসিন প্রয়োগের পর বাড়ছে রোগ প্রতিরোধক ক্ষমতা। আলাদা আলাদা করে দুটি ডোজ প্রয়োগে পাওয়া গেছে সমান প্রতিক্রিয়া।
এখন পরীক্ষা করে দেখা হচ্ছে যে একটি ডোজ দিলে কতটা কাজ হয় আর দ্বিতীয় ডোজে কতটা কাজ হবে। সেই মতোই সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জানাগেছে জনসন এন্ড জনসনের তৈরী সম্ভাব্য করোনা প্রতিষেধকের নাম হবে এডি ২৬ অথবা কোভ২. এস।