নিউজঅফবিট

দেবী দুর্গার ত্রিশূলে বধ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং!, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুজোর ছবি

পৃথিবীতে অশুভকে নাশ করতে প্রতি বছর মর্তে আসেন মা দূর্গা। তিনি প্রতিবার দুষ্টের দমন ও শিষ্টের পালনের ব্রত নিয়েই আগমন করেন ধরা ধামে। আর এবার করোনা কালেও হয়নি তারা ব্যতিক্রম। দেবীর আগমনকে স্বাগত জানাতে করোনা কালেও ত্রুটি রাখেনি বাঙালি। কারণ বাঙালির শ্রেষ্ট উৎসব হলো দূর্গা পূজা। আর এই পুজোতে মায়ের আরাধনায় একমাত্র ব্রত হয় সকল বাঙালির।

কলকাতায় ছাড়াও বিভিন্ন জেলাতে বিভিন্ন থিমে আয়োজন করা হয়েছে পুজোর। আর এবার এমনি এক চমকে দেওয়া থিম করেছে বোহরামপুরের এক পূজামণ্ডপ। সেই মণ্ডপে অসুর হিসেবে দেখানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কে। আর সেই অসুর রুপি জিনপিং কে বধ করছেন মা দূর্গা।

সম্প্রতি লাদাখের সীমান্ত সংঘর্ষ ও উত্তেজনার কারণেই চীনের সাথে বেড়েছে ভারতের বিরোধ। দেশের সুরক্ষার জন্য কোনো কিছুর সাথে আপস করা হবেনা বলে জানিয়ে দিয়েছে মোদী সরকার। গরম পেরিয়ে আছে শীত আর এই তীব্র শীতেও সীমান্ত সুরক্ষায় ব্যস্ত রয়েছেন ভারতের বীর জওয়ানরা। আর দেশের সেনাদের এই আত্মত্যাগ কে স্মরণ করেই খাগড়ার সৌদাবাদ সেবক সংঘের এই দুর্গা মূর্তি তৈরি করা হয়েছে।

বোহরামপুরের ওই কালবের পুজো মণ্ডপে দেবী দূর্গা রয়েছেন এবার এক চালাতেই। তার সাথে রয়েছেন গণেশ, লক্ষ্মী, কার্তিক ও সরস্বতী। আর নিচে দেখা যাচ্ছে অসুরের মূর্তির মুণ্ডচ্ছেদ করে দিয়েছেন দেবীর বাহন সিংহ। আর দূরে পরে রয়েছে চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আদলে তৈরী একটি মুন্ড। ক্লাব সেক্রেটারি অভিক চৌধুরী এই প্রসঙ্গে জানিয়েছেন ‘স্বর্গধাম সেবক সংঘের সদস্যরা মনে করেন, চীনের চেয়ে ভারত অনেক শক্তিধর। তাছাড়া লাদাখ সীমান্তে যেভাবে ভারতীয় সৈন্যরা কষ্টে রয়েছেন, যেভাবে ভারতের সৈন্যদের হত্যা করেছে শি জিনপিংয়ের সেনারা, তাতে চীনা প্রেসিডেন্টকে অসুর বলাই শ্রেয়’।

Back to top button