ভারতীয় সেনারা চিনা সেনাদের সঙ্গে যোগাযোগ করলেই জানা যায় অরুণাচল থেকে নিখোঁজ ৫ জন চীনের হেপাজতে আছে এমনটাই স্বীকার করে বেজিং।
মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘ওই পাঁচ কিশোর রয়েছে চিনেই। তারা ঘুরতে ঘুরতে ভুল বসত চিনা সীমান্তে ঢুকে পরার চিনা সেনারা তাদের আটক করে রেখেছে’। চিন্তার কারণ নেই,তাদের দেশে ফেরানোর জন্য উপযুক্ত নথি তৈরি করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচ কিশোরকে দেশে ফিরিয়ে আনা হবে ।
‘ শুক্রবার আপার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ ভারতীয় নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করে চিনা সেনা’, এমনটাই অভিযোগ করেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নিনং ইরিং। ঠিক এর পরেই মঙ্গলবার চিনের তরফ থেকেই এ ঘটনা স্বীকার করে নেওয়া হয়।