গোটা বিশ্ব বেশকিছুদিন ধরেই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে রয়েছে উদ্বেগে। আফগানিস্তান এখন রয়েছে তালিবানদের আয়ত্তে। রাজধানী কাবুল দখল করার পর তালিবান দিয়েছে সংঘর্ষ বিরতির ঘোষণা। তবে সেদেশের নাগরিকরা পালতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। সারা বিশ্বের মতো উদ্বেগ প্রকাশ করেছে বলিউড তারকারাও।
আর সেই উদ্বেগ প্রকাশের তালিকায় রয়েছে রিয়া চক্রবর্তী, স্বরা ভাস্কর, কঙ্গনা রনৌত, আরমান মালিক, সোনি রাজদান, শেখর কাপুর, সোনু সুদসহ অনেকেই-
বিতর্কিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী আফগানিস্তানে মহিলাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বলিউড অভিনেত্রী সেদেশের মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য গোটা বিশ্বের নেতাদের আহবান করেছেন।
গরিবের মসিহা বলে পরিচিত সোনুসুদ জানিয়েছেন যে গোটা বিশ্ব আফগানিস্থানে অধিবাসীদের পাশে রয়েছে।
আলিয়া ভাটের মা টুইট করে লিখেছেন “যখন একটি দেশ (ভারত) স্বাধীনতা উদযাপন করছে, তখন আরেকটি দেশ সব হারাচ্ছে। হায় পৃথিবী!”
This is, perhaps, one of the saddest images I’ve seen from #Afghanistan. A people who are desperate and abandoned. No aid agencies, no UN, no government. Nothing. pic.twitter.com/LCeDEOR3lR
— Nicola Careem (@NicolaCareem) August 16, 2021
অপরদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানদের রক্ষার জন্যও প্রয়োজনীয় ট্রেন পাঠানোর জন্য তালিবানদের কাছে অনুমতি চেয়েছেন ও তাদের ‘অত্যন্ত সংযমী’ হওয়ার জন্য অনুরোধ করেছেন। সেই সাথে আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে সেদেশে নতুন সরকার তৈরির জন্য তালিবানদের আহবান জানিয়েছে জাতিসংঘ।