নিউজদেশ

শরীরে গরম মোম ঢেলে নির্যাতন, যন্ত্রণায় শিশু করছে চিৎকার

সদ্যজাত সন্তানকে নিয়ে ব্যস্ত মা। তাই দুই বছরের আর এক শিশুকে দেখাশোনা করার জন্য মা তার সন্তানকে রেখে দেন দিদার কাছে। কিন্তু সেই দিদা সহ আরও দুই নারী মাইল সেই শিশুটির উপরে চালায় বর্বর নির্যাতন। আর সেই নির্যাতনে অতিষ্ট হয়ে যন্ত্রনায় চিৎকার করছিলো সেই ছোট্ট শিশুটি। আর এমনি ভয়ানক নবীর্যাতনের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী একটি বাড়িতে তিনজন মহিলা মাইল শিশুটির উপরে চালায় বর্বর অত্যাচার। আর সেই নির্যাতন সহ্য করতে না পেরে যন্ত্রনায় চিৎকার করছিলো শিশুটি।

নির্যাতনের মাত্রা এমন ছিল যে ওই ছোট্ট শিশুর হাতে মোম জ্বালিয়ে তার গরম তরল পদার্থ শিশুটির হাতে ফেলা হয়। আর সেই যন্ত্রনায় চিৎকার করতে থাকে শিশুটি। কিন্তু ওই তিন মহিলা নির্দয়ের মতো নির্যাতন চালিয়ে যাচ্ছিলো। এমনকি ওই মোমবাতির আগুন শিশুটির শরীরে চেপে নিভিয়ে দেওয়া হয়। আর সেই সাথে চালানো হয় এলোপাথাড়ি মার।

ভাইরাল হওয়া ওই অত্যাচারের ভিডিওতে দেখা যায় দুই বছরের নাতির দুই হাত শক্ত করে ধরে রাখেন তার দিদা। তারপর ওই শিশুটিকে জোর করে মাটিতে বসায় দুই মহিলা। আর তারপাশেই বসেছিল অন্য এক মহিলা। শিশুটির হাতে বারবার গরম মোমের তরল পদার্থ ফেলা হচ্ছিলো। তারপর মোম নিভে যেতেই অসহায় ওই শিশুর পেটে ও পিঠে শুরু হয় ঘুষি মারা।

আর এই মারধর শুধু একবার নয় একাধিকবার করা হয়েছে ক্যামেরা বন্দি। যন্ত্রনায় ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলো ওই শিশুটি তাই কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় দিদি বুদ্ধি করে একটি ন্যাকড়া শিশুটির মুখে গুঁজে দেয়।

শিশু নির্যাতনের ওই ছবি ভাইরাল হতেই নজরে পরে যায় জাতীয় মহিলা কমিশনের অধিকর্তা রেখা শর্মার। টুইটারে পোস্ট করা ক্রিকেটার সুমিত কুমারের কাছে ওই ঘটনার সমস্ত বিবরণ চান তিনি। পাশাপাশি এই ঘটনা কোথায় ঘটেছে সেই কোথাও জানতে চান তিনি।

তবে এখনো পর্যন্ত জানা যায়নি ওই নির্মম ঘটনাটি কোথায় ঘটেছে ও এখনো কেউ গ্রেফতার হয়নি।

Back to top button