নিউজ

আনন্দপুর কাণ্ডে গ্রেফতার অভিষেক পান্ডে

আনন্দপুর কাণ্ডে ধরা পড়ল অভিযুক্ত অভিষেক পান্ডে।মঙ্গলবার রাতে দমদম এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ।বিগত তিন দিন গা ঢাকা দেওয়ার পর ধরা পড়ল অভিযুক্ত।

ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে। এক সোশ্যাল মাধ্যমে আলাপ হওয়া তরুণীকে পঞ্চসায়রে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে অভিষেক পান্ডে গাড়ির মধ্যে সেই তরুণীর শ্লীলতাহানি করে,এমনকি মারধরও চালায়। সেই সময় পাশ দিয়ে এক দম্পতি যাচ্ছিলেন এবং তারাই তরুণীকে উদ্ধার করে।পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে গাড়িটি ওই উদ্ধারকারী মহিলার পায়ের উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায় অভিষেক,নির্যাতিতা তরুণীর অভিযোগে ঘটনা তদন্তে নামে আনন্দপুর থানা।তার ঠিক তিনদিনের মধ্যেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ।

Back to top button