আবারও দিলীপ ঘোষের চোখে পশ্চিমবঙ্গ সরকার।‘‘ভগবান রামচন্দ্রের পুজো করতে গেলেও জেট খাটাতে হবে, এমন বাংলা আমরা আশা করি না।’’ রাজ্য সরকারের ঘোষণা করা লকডাউনেরও কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রমণ করেন রাজ্য সরকারকে।
আনলক ৪ পর্বে কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণা করতে গেলে কেন্দ্রের অনুমতি প্রয়োজন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের দাবি, কেন্দ্রের কাছে লকডাউন সম্পর্কিত যাবতীয় অনুমতি চাওয়া হয়েছে।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘নিজেদের মর্জি মতো লকডাউন করছে সরকার। মানুষজন মন্দিরে পুজো করতেও যেতে পারবেন না। ভগবান রামের পুজো করলে যদি জেল খাটতে হয়, এমন বংলা আমরা আশা করি না।’’ বর্তমান রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলেও অভিযোগ দিলীপ ঘোষের।
এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় বহু বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ। এমনকী ফোন করেও বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ।