নিউজ

এবার নাম বদল ঝাঁসি স্টেশনের। নতুন নাম ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন’

নাম বদলের তালিকায় জুড়ল আরও একটি স্টেশন। উত্তরপ্রদেশের ঝাঁসি রেল স্টেশনের নাম বদলে করা হল ‘বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন’। রানি লক্ষ্মীবাইয়ের বীরত্ব স্মরণেই এই পদক্ষেপ। বুধবার টুইট করে স্টেশনের নাম বদলের কথা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লেখেন, ‘ঝাঁসি রেল স্টেশনের নাম বদলে বীরাঙ্গনা লক্ষ্মীবাই করা হল।’ স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি পাওয়ার পরই নাম বদলের প্রক্রিয়া কার্যকর করার উদ্যোগ নিয়েছে রেল।

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে স্থানীয় আবেগ উস্কে দিতেই নাম বদলের রাজনীতি বলে মনে করছে বিরোধীরা। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক বিভাজনের উদ্দেশ্যে বদল করেছে যোগী সরকার। মোগলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় ও ফিরোজাবাদ স্টেশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টনমেন্ট রাখা হয়েছে।

Back to top button