করোনা ভাইরাসের প্রভাব চলছে গোটা বিশ্বজুড়ে। ইতিমধ্যে এই হামলা তার প্রভাব বিস্তার করেছে বিশ্বের অনেক দেশেই। এবার এই ভাইরাসের হাত থেকে রেহাই পেলোনা শেয়ার বাজার থেকে শুরু করে খনিজ তৈল।করোনা আতঙ্কে বিরাট পতন হলো খনিজ তেলের।
অপরিশোধিত খনিজ তেলের মূল্যের রেকর্ড পতন হলো যা গত ২৯ বছরে এই প্রথম।এই মারণ ভাইরাসের আক্রমণে ধস নেমেছে শেয়ার বাজারে।আর সেই কারণেই এবার খনিজ তেলের দাম কমে গেলো প্রায় ৩০ শতাংশ।
তবে ব্যবসায়িক মহলে চিন্তার ভাঁজ দেখা গেলেও। মধ্যবিত্তদের জন্য কিছুটা সুবিধা হবে এই রেকর্ড পতনে। কারণ বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এরফলে ভারত খুব কম দামে তেল কিনতে পারবে।আর এরফলে ভারতের বাজারে সস্তা হবে তেলের জ্বালানি ,সেই সাথে কমে যাবে পেট্রোপণ্যের দাম ও বিমান ভাড়াও।সামনের এপ্রিল মাস থেকে তেলের উৎপাদন আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।আর এরফলে এপ্রিল থেকেও আরো কমে যেতে পারে তেলের দাম।