নিউজঅর্থনীতি

নিষিদ্ধ PUBG, আসছে ভারতীয় গেম ফৌ-জি

ভারতের নিরাপত্তার স্বার্থে PUBG ব্যান করেছে ভারত সরকার। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর সমর্থনে একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরী ভিডিও গেম আন্তে চলেছেন অভিনেতা অক্ষয় কুমার। নাম ফৌ-জি (army)। এই গেম খেলতে খেলতে ভারতীয় সেনা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। এই গেম থেকে আয়ের ২০% ভারত কে বীর ট্রাস্টি দেন করা হবে। বলা ভালো PUBG প্রেমীরা এবার খেলবে ফৌ-জি।

Back to top button