![](https://www.bharatnews24x7.com/wp-content/uploads/2020/09/Riya-hires-country39s-most-expensive-lawyer-sa.jpg)
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তীকেই দায়ী করা হয়েছিল। এমনকি সুশান্তের পরিবারও রিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন। তবে রিয়াও ছেড়ে দেননি সুশান্তের পরিবারকে। সুশান্তের পরিবার রিয়ার বিরুদ্ধে মামলা করলেও রিয়া গ্রেফতার হননি। তবে এবার গ্রেফতার হলেন রিয়া চক্রবর্তী। কিন্তু কিভাবে?
জানা যায়, মাদক কাণ্ডের সঙ্গে রিয়া চক্রবর্তীও নাকি জড়িত ছিল সে কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছেন।কিন্তু এদিকে রিয়ার গ্রেফতারের পর কি বলছে ইন্ডাস্ট্রি? রিয়ার গ্রেফতারের পর প্রথম পোস্ট করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা অংকিতা লোখান্ডে। অংকিতা পোস্ট করে লেখেন, ‘এমন কোনো কাজই দৈবযোগে হয়না। মানুষ সব কিছুই কর্মযোগে তার ভাগ্য তৈরী করে। যেমন কাজ তেমন কর্মফল তো হবেই।’
শেখর সুমন পোস্ট করে লেখেন, ‘অপরাধীর প্রথম পদক্ষেপ নেওয়া হলো’। তাপসী পান্নু লিখেছেন, ‘রিয়া সুশান্তের খুনের জন্য গ্রেফতার হননি।মাদক কাঁদে জড়িত ছিল বলে গ্রেফতার হয়েছেন।আর এটা যাদের জন্য হয়েছে তাদের ধন্যবাদ ‘। শুধু এরাই নয়, বলিউডের আরো অনেক অভিনেতা অভিনেত্রী রিয়ার গ্রেফতারের জন্য মুখ খুলেছেন।