পুরো দেশ যখন করার থাবায় তখন পশ্চিমবঙ্গ সরকার করোনার হাত থেকে রাজ্যবাসীকে সুরক্ষার পাশাপাশি লেগেছে গ্রাম উন্নয়নে। হাতে মাত্র ২মাস তারই মধ্যে রাজ্যের যত অনুন্নত গ্রাম আছে সেই সব গ্রামের উন্নয়নের দিকে ঝাঁপিয়ে পড়ছে মুখ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলতে গেলে অনুন্নত গ্রাম নয় পিছিয়ে পড়া গ্রাম গুলিকে উন্নয়নের প্রথম সারিতে তুআর মাত্র দু’মাস, জানিয়ে দিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
লে হবে।
একুশকে পাখির চোখ করেই গ্রামোন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে।সূত্রের খবর ২ মাসের মধ্যে কাজ করে ফেলতে হবে সব । রাজ্যের পিছিয়ে পড়া গ্রামগুলিকে নভেম্বরের মধ্যেই উন্নয়নের প্রথম সারিতে টেনে তুলতে হবে। মন্ত্রী সভার বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দু’মাসের মধ্যে বাংলায় আর কোনও ‘অনুন্নত’ গ্রাম থাকবে না বলেই আসা করা যাচ্ছে।