‘ওঁর দম থাকলে বহরমপুরে এসে দাঁড়াক’,-অধীরের চ্যালেঞ্জের জবাব দিলেন অভিষেক
বামপন্থী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তিন মাস আগে সাগরদিগিতে জিতেছিলেন। সাগরদিঘি বাম-কংগ্রেসের মরা গাঙে জোয়ার এনেছিল। তিন মাসেই সাগরদিঘিতে ভাটার টান। বায়রনকে বেইমান বলছেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের নেতৃত্ব বায়রনকে অসৎ বলেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, “ভোটে হার মেনে নিতে পারেননি মমতা ও অভিষেক।” এই জয় ঠেকাতে সম্ভাব্য সব রকমের চেষ্টা করা হয়েছিল।
সোমবার তৃণমূলে যোগ দেন সাগরদিঘির কংগ্রেস সদস্য । অভিষেক উত্তরীয় দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এর পরে, অধীর চৌধুরী একটি চ্যালেঞ্জ জারি করেছিলেন: ’ওঁর দম থাকলে বহরমপুরে এসে দাঁড়াক।’” দল চাইলে বহরমপুরের প্রার্থী হতে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
অভিষেক বলেছেন, “এটা দলের উপর নির্ভর করছে। আমাদের তো হাইকম্যান্ড ভিত্তিক দল নয়। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়। দল যদি বহরমপুরে পাঠায়, সেখানে দাঁড়াব। দার্জিলিংয়ে পাঠালে লড়ব, যদি বলে ঘাটালে দাঁড়াতে হবে তাই দাঁড়াব। মেদিনীপুরে পাঠাবে সেখানে লড়ব… যেখানেই পাঠাক। আগামী দিনে যদি মনে করে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করুক, নিশ্চয়ই লড়ব।’
তিনি যোগ করেছেন: ’যখন রাজনীতিতে এসেছিলাম অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে লড়ব। কিন্তু গিয়েছিল ডায়মন্ড হারবারে। সেটা আজ তৃণমূলের গড়।’