নিউজ

ADHAAR-লক করেও উধাও টাকা!, রেশনে ই-পস মেশিনে আঙুল ঠেকাতেও ভয় পাচ্ছে সাধারণ মানুষ

বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট চুরি করে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা বাড়তে থাকায় রেশন ডিলাররা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন। রেশনের বাধ্যতামূলক বায়োমেট্রিক ব্যবস্থার কারণে অনেক গ্রাহক রেশন তুলতে এসে আঙুলের ছাপ দিতে ভয় পাচ্ছেন। এতে ডিলারদের সমস্যা হচ্ছে, কারণ বায়োমেট্রিক ছাড়া কাউকে রেশন দেওয়া যাবে না।

আরেকটি সমস্যা হল, যদি কোনও গ্রাহকের রেশন তুলতে গিয়ে টাকা গায়েব হয়ে যায়, তাহলে ডিলারদের উপরই দায় চাপবে। এতে ডিলাররা আক্রমণের শিকার হতে পারেন।

এই সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তারা চায়, রেশনের বায়োমেট্রিক ব্যবস্থা আরও সুরক্ষিত করতে হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রেশনের বায়োমেট্রিক মেশিনের তথ্য যদি অন্যের কাছে চলে যায়, তাহলে সেটা অপব্যবহার করা যেতে পারে। তাই রেশন গ্রাহকদের আধারের বায়োমেট্রিক অথেনটিকেশন ফর ফিনান্সিয়াল ট্রানজকশন অপশন লক করে রাখা উচিত।

কীভাবে আধারের বায়োমেট্রিক অথেনটিকেশন ফর ফিনান্সিয়াল ট্রানজকশন অপশন লক করবেন

আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
“My Aadhaar” ট্যাবে ক্লিক করুন।
“Aadhaar Services” ট্যাবে ক্লিক করুন।
“Biometric Authentication” ট্যাবে ক্লিক করুন।
“Enable/Disable Biometric Authentication for Financial Transactions” ট্যাবে ক্লিক করুন।
“Disable” অপশনটি নির্বাচন করুন এবং “Submit” বোতাম ক্লিক করুন।
এভাবে আপনার আধারের বায়োমেট্রিক অথেনটিকেশন ফর ফিনান্সিয়াল ট্রানজকশন অপশন লক হয়ে যাবে।

Back to top button