নিউজ

বিদেশে গিয়ে পার্টটাইম ভিক্ষা, গ্রেফতার হলো ৪৫০ জন ভারতীয়

সৌদি আরবের বিভিন্ন এলাকাতে কাজের পাশাপাশি ভিক্ষা করছে ভারতীয়রা। আর সেই ভারতীয়দের ধরতেই বিশেষ অভিযান চালায় আরবের পুলিশ। ইতিমধ্যে সৌদি পুলিশ ৪৫০ জন ভারতীয় কে ভিক্ষা করার কারণে জেলে পাঠিয়েছে।

জানাগেছে ওই শ্রমিকরা ভারতের অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, রাজস্থান এবং কর্ণাটক রাজ্য থেকে গিয়েছেন সৌদি আরবে কাজের উদ্যেশে। ওই শ্রমিকদের কাজ করার মেয়াদ শেষ হয়ে গেছে তাই তারা কাজ হারিয়ে যোগ দিযেছেন ভিক্ষা তে। আবার তাদের মধ্যে এমনও অনেক ভারতীয় আছেন যারা কাজ থাকা সত্ত্বেও বাড়তি আয়ের জন্য ভিক্ষাকেই বেচে নিয়েছেন পার্টটাইম জব হিসেবে।

ভারতীয় সংবাদ মাধ্যমে আটক ভারতীয়দের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় যে ওই ভারতীয় শ্রমিকদের সৌদি আরবের জেদ্দার শুমাইসি’র একটি জেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওই শ্রমিকদের মধ্যে ৩৯ জন উত্তর প্রদেশের ,১০ জন বিহারের,৫ জন তেলেঙ্গানার। আর বাকিদের সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

আটক শ্রমিকরা অবশ্য দাবি করে জানিয়েছে যে তারা কোনও অপরাধের সাথে যুক্ত নয়। বেকারত্ব ও কাজের অনুমতিপত্র না থাকার কারণেই তারা খাদ্যের প্রয়োজনে ভিক্ষা করছিলো।

প্রসঙ্গত উল্লেখনীয় করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বেই দেখা দিয়েছে বেকারত্বের সমস্যা। ব্যতিক্রম নয় সৌদি আরবও। আর সেই দেশে থাকা বিদেশী শ্রমিকরা পরে গেছেন আরও বিপাকে। তবে তাদের মধ্যে অনেকের চাকরি থাকার বিষয়টি উঠে আসার কারণে সোশ্যাল মিডিয়াতে সেইসব ভারতীয়দের সমালোচনা করা হচ্ছে।

Back to top button