আপনি যদি ভবিষ্যাৎ চিন্তা করে বিনিয়োগের জন্য কোনও প্রকল্পের কথা চিন্তা করছেন, তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড এখন এই মুহূর্তে একটি ভালো অপশন হয়ে দাঁড়াতে পারে আপনার কাছে।PPF অ্যাকাউন্ট মাত্র ৫০০ টাকা দিয়ে খোলা যায়,বছরে একবার সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যাবে । বর্তমানে ৭.১ শতাংশ সুদ দেওয়া হয়, যা ব্যাংকের চেয়ে অনেক বেশি।পিপিএফ অ্যাকাউন্ট নিজের নামে বা নিজের ছেলেমেয়ের নামে পোস্ট অফিস বা ব্যাঙ্কে খোলা যেতে পারে।
সাধারণত এর মেয়াদ হয় ১৫ বছর। তবে আপনি চাইলে ৫ বছর ৫ বছর করে এই অ্যাকাউন্টের মেয়াদ মোট ২৫ বছর করে নিতে পারেন। তবে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই মেয়াদ বাড়ানোর কাজ করে ফেলতে হবে।
PPF অ্যাকাউন্ট খোলার ৫ বছর অবধি এই অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তোলা যাবে না। তবে আপনি ১৫ বছরের আগে টাকা তুলতে পারবেন। পিপিএফ অ্যাকাউন্টে জমা অর্থের ৫০ শতাংশ সময়ে তোলা যাবে।
একটি হিউসেবে বলা হয়েছে আপনি যদি মাসে মাত্র ৫০০ টাকা করেও জমা করেন তবুও মেয়াদ শেষ হওয়ার পরে আপনার খাতায় জমবে লক্ষ টাকার বেশি।