নিউজ

১৬ মার্চ থেকে বন্ধ হয়ে যাবে বেশকিছু ATM কার্ড, বড় পদক্ষেপ নিলো আরবিআই

ব্যাঙ্কিং ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে সরকার নিচ্ছে অনেক পদক্ষেপ।গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ মাঝে মাঝেই বিভিন্ন নিয়মে নিয়ে আসে বদল।এবার গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতেই ব্যাঙ্ক নিলো নতুন সিদ্ধান্ত।

অনলাইনে ব্যবহার করা হয়না এমন বেশকিছু ডেবিট ও ক্রেডিট কার্ড বন্ধ হয়ে যাবে আগামৗ=ই ১৬ মার্চ থেকে।ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে জালিয়াতি রুখতেই এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে আরবিআই।শুধু তাই নয় নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে গ্রাহকরা তাদের একাউন্ট থেকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ করতে পারবে সহজেই।

নতুন এই পদক্ষেপে অনেক গ্রাহকের সুবিধা হবে যারা অনলাইন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল নয় সেভাবে। আর এরফলে তাদের কার্ডের নিরাপত্তা বেড়ে গেলো অনেকটাই। কারণ ওই কার্ডগুলো শুধুমাত্র ATM এ ব্যবহার করার জন্য বৈধ থাকবে।

Back to top button